ভূরুঙ্গামারীর আঙ্গারীয়া সনাতন পাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত রাত্রিকালীন মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে দাপট দেখিয়েছে গোপালপুর আদর্শ সংঘ। সোমবার রাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে ভোটহাট ক্রিকেট একাদশের বিপক্ষে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভোটহাট একাদশ। শুরুটা বেশ ভাল করলেও গোপালপুরের ধারালো বোলিং আক্রমণে ৭৩ রানের বেশি তুলতে পারেনি তারা। ছোট লক্ষ্য হলেও ম্যাচটি জমিয়ে তুলেছিলেন ভোটহাট একাদশের বোলাররা।
গোপালপুর আদর্শ সংঘের দুই ওপেনার, মিঠুন ও সোহাগ, শুরু থেকেই দলের জয়ের ভিত গড়ে তুলতে থাকেন। তবে দলীয় ৪০ রানের মাথায় সোহাগ রান আউট হয়ে ফেরত গেলে কিছুটা চাপ তৈরি হয়। তবুও মিঠুন তার দৃঢ়তার পরিচয় দিয়ে মাঠে টিকে থেকে দলকে বিজয়ের দোরগোড়ায় নিয়ে যান। তার নিখুঁত ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে ফেলে গোপালপুর আদর্শ সংঘ।
মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। চারপাশ থেকে উৎসাহের বন্যায় ভেসে যায় গোপালপুরের খেলোয়াড়রা। দলের অধিনায়ক প্রান্ত ম্যাচ শেষে বলেন, “আমাদের দল ভালো ছন্দে রয়েছে, বিশেষ করে দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। আমরা ফাইনালে এভাবেই খেলতে চাই।”
আয়োজন সম্পর্কে টুর্নামেন্টের আয়োজক সাব্বির বলেন, “এটা আমাদের প্রথম টুর্নামেন্ট, আর সেমিফাইনালের খেলা দেখে মনে হচ্ছে আমরা সঠিক পথেই আছি। আশা করছি, সফলভাবে ফাইনালও সম্পন্ন করতে পারব।”
গোপালপুরের এই জয়ের পর টুর্নামেন্টের ফাইনাল নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও আগ্রহ বেড়ে গেছে। এখন সবার নজর ফাইনালে গোপালপুর আদর্শ সংঘের পারফরম্যান্সের দিকে, যেখানে তারা টুর্নামেন্টের শিরোপার জন্য
Leave a Reply