তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে সামরিক মহড়া চালাচ্ছে চীন। বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালানো হচ্ছে বলে চীনা সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
চীন জানিয়েছে, ‘সোর্ড ২০২৪বি’ নামের এই মহড়ার মাধ্যমে তাদের, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান চালানোর সক্ষমতা যাচাই করছে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কাজের বিরুদ্ধে তাদের সতর্ক করতেই এই মহড়া চালানো হয়েছে বলেও দাবি করেছে দেশটি।
এদিকে তাইওয়ানের দাবি, এমন সামরিক মহড়ার মাধ্যমে চীন উত্তেজনা আরও বাড়াচ্ছে। চীনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়াকে অযৌক্তিক এবং উসকানিমূলক বলে উল্লেখ করেছে।
চীনের সামরিক মহড়ার কারণে নিজেদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে তাইওয়ান। দেশটি জানায় এ পর্যন্ত অন্তত ২৫টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধ জাহাজ ও চারটি অন্য ধরনের জাহাজ শনাক্ত করেছে তারা। তাইওয়ানের চারদিকে অন্তত নয়টি স্থানে এই মহড়া চলছে। এর মধ্যে তাইওয়ানের ওপর হামলার একটি মহড়াও সেখানে করা হয়েছে।
চীনের স্বায়ত্বশাসিত এই দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তের দেয়া এক ভাষণের জের ধরে এই মহড়ার সূত্রপাত হয়। গত সপ্তাহে দেওয়া এই ভাষণে তিনি বলেন, চীন যদি তাইওয়ান নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে বাধা দেওয়া হবে।
খবর-রয়টার্স
Leave a Reply