সোমবার (১৪ অক্টোবুর) কাচা মরিচ ও ডিমের দাম আবারও বেড়েছে।
শহরের ভিন্ন ভিন্ন এলাকার উপর নির্ভর করে খুচরা মূল্য প্রতি কেজি ৬০০-৭০০ টাকায় পৌঁছে যাওয়ায় কাচা মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে।
সূত্র জানিয়েছে, কারওয়ান বাজার, বেড়িবাধ, শ্যামবাজারে পাইকারি দাম প্রতি কেজি ৫০০-৫২৫ টাকা।
এই দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা সাম্প্রতিক বৃষ্টি ও বন্যায় গ্রীষ্মকালীন ফসলের প্রায় ৮০ শতাংশ ক্ষতি হওয়াকে দায়ী করছেন।
পশ্চিম ধানমন্ডির বিসমিল্লাহ স্টোরের কর্মচারী মোঃ ফরিদ বলেন, কম আমদানিও অবস্থাকে আরও খারাপ করেছে।
ডিমের দাম গত সপ্তাহে কিছুটা কমলেও আবার বেড়ে দাঁড়িয়েছে ডজন প্রতি ১৮৫-১৯০ টাকায়। ২০২২ সালের রেকর্ড স্পর্শ করেছে ডিমের দাম।
মুদির দোকান অনুসারে, একদিনে ডিমের দাম ডজনে ১০-১৫ টাকা বেড়েছে।
বাজার পর্যবেক্ষকরা বাজারে ভারসাম্য আনতে কঠোর বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply