মধ্য গাজার নুসিরাতের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, গতকাল রোববার আল-মুফতি বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। এতে একটি পরিবারের সবাই নিহত হয়েছেন। এর আগে গাজার উত্তরাঞ্চলে রাস্তার পাশে খেলার সময় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে।
এদিকে আইডিএফের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আল-মুফতি স্কুলের অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফলে গত কয়েকদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
খবর-আল জাজিরা
Leave a Reply