কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী এলাকায় রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশের দ্রুত পদক্ষেপে ওই যুবককে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
Leave a Reply