রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় গভীর রাতে ডাকাতি করেছে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিধানকারী সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। আজ রোববার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের একটি সূত্র।
এ বিষয়ে গতকাল (শনিবার) মামলা করেন ভুক্তভোগী আবু বকর। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ বলে জানায় রেয়াবের ওই সূত্র।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের বেড়িবাঁধ এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতেরা বাসায় ঢুকে বৈধ অস্ত্র থানায় জমা দেয়া হয়নি এমন অভিযোগে অস্ত্র খোঁজার নাম করে আলমারি খুলে তছনছ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে।
Leave a Reply