অনলাইন ডেস্ক:
দীর্ঘ ১৯ বছর পর এই প্রথম বড় পরিসরে রুকন সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই প্রকাশ্যেই সব কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী।
আজ রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।
গোপন ভোটের মাধ্যমে সভায় মহানগর উত্তরের নতুন আমির নির্বাচিত হবে। মহানগর উত্তরের রুকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির নির্বাচিত হলেও কেউ এখানে প্রার্থী হিসেবে থাকছেন না।
মহানগর উত্তরের ১০ হাজার রুকন তাদের পছন্দের নেতার নাম লিখে একটি বাক্সে ফেলবেন। সর্বোচ্চ ভাটপ্রাপ্ত ব্যক্তি আমির নির্বাচিত হবেন।
এর আগে, সর্বশেষ প্রকাশ্যে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে পল্টন ময়দানে।
ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
Leave a Reply