এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুর ও বিকালে পৃথক অভিযানে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার যুবকদের নাম শাহীন আলম (৩০) ও লাভলু মিয়া (২৯)। শাহীন আলম রাজারহাট উপজেলার উপনচকি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা খাদ্য গুদামে শ্রমিকের কাজ করেন। লাভলু মিয়া উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা। তবে পোস্ট নিয়ে দুজনের যোগসূত্র কী তা তাৎক্ষণিক জানা যায়নি।
এর আগে শনিবার সকালে শাহিন আলম তার নিজের ফেসবুক আইডিতে (নিচে বাংলায় লেখা ‘আমি এক মহামানব’) বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে গেলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন শাহীনের বাড়ি অভিমুখে যাত্রা করে। বিপদ আঁচ করতে পেরে পোস্টটি মুছে ফেলেন শাহীন।
বিক্ষুদ্ধ জনতা শাহীনের খোঁজে তার বাড়িতে গিয়ে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। দ্রুততর সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন।
ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের এর নজরে আসলে তার নির্দেশে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির ব্যবহার করে অভিযুক্ত শাহীন আলমকে দুপুর ১২ টার দিকে কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত লাভলুকে শনিবার বিকালে উলিপুরের মন্ডলেরহাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন বলেন, আটক দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply