চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি ভাবধারার গান পরিবেশন নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির তরফ থেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, “পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জনের একটি দল গান পরিবেশন করতে মঞ্চে ওঠে। তাদের গাওয়া একটি ইসলামি ভাবধারার গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিতর্ক তৈরি হয়।
তারা সেখানে দুটি গান পরিবেশন করে; একটি শাহ আবদুল করিমের লেখা বিখ্যাত গান “আগে কি সুন্দর দিন কাটাইতাম” অপরটি এবং চৌধুরী আবদুল হালিমের লেখা “শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান”। মূলত দ্বিতীয় গানটিকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়।
এদিকে অনেকেই এই দলটিকে জামায়াত-শিবির সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি, ও চট্টগ্রাম মহানগর জামায়াত বলছে, এটি জামায়াতের কোনো অঙ্গ সংগঠন নয়।
এদিকে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, উক্ত দল ও ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
তারা এই ঘটনায় ‘ছাত্রশিবিরের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানোর’ প্রতিবাদ জানিয়েছে।
Leave a Reply