ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ইন্ডিয়া ডট কমের।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পপতির ছেলে এন চন্দ্রস্বীকরণ। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, রতন নেভাল টাটা আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নেতা। শুধু টাটা গ্রুপ নয় জাতি গঠনেও ছিল তার ভূমিকা।
এর আগে জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply