আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের এক ছেলেকে ফ্রান্স থেকে নির্বাসিত করা হয়েছে। তিনি বছরের পর বছর নর্মান্ডি নামক গ্রামে ল্যান্ডস্কেপ আঁকার জন্য বসবাস করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদকে উদ্ভাসিত করেছে বলে বিবেচিত মন্তব্য পোস্ট করার পরে তাকে এই নিষেধাজ্ঞা দেয় ফ্রান্স।
ফ্রান্স সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ জানিয়েছেন, তিনি ফ্রান্স থেকে ওমর বিন লাদেনকে নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেছেন। তিনি নির্বাসনের সময় বা পরে বিন লাদেনকে কোথায় পাঠানো হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রিটেইলেউ জানান, ব্রিটিশ স্ত্রীর সুবাধে তিনি ফ্রান্সে বসবাস করতে পারছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে এমন মন্তব্যের জেরে তাকে ফ্রান্সে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর-রয়টার্স
Leave a Reply