অনলাইন ডেস্ক:
পদত্যাগ করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসি’র সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রথম আলো।
পিএসসি’র এক কর্মকর্তার বরাত দিয়ে জানায় পিএসসির চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেন। দুজন সদস্য পদত্যাগ করেন নি। তাদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করাও যাচ্ছে না। ।
এর আগে গত শনিবার দ্রুত পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। ওই বছরের ২১ সেপ্টেম্বর তিনি কর্মস্থলে যোগ দেন।
Leave a Reply