এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে তিনটি ইউনিয়নে তিস্তা নদীর ভাঙ্গন ও বন্যাকবলিত দুই হাজার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় সরিষাবাড়ি ঈদগাহ মাঠে ত্রাণ সামগ্রী (চাল,ডাল,আলু,তেল,চিনি,লবন ও স্যালাইন) বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল মিজান মাহিনসহ রাজারহাট কমিটির অন্যান্য সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট প্রতিনিধি আল মিজান মাহিন প্রতিবেদককে জানান,আমরা বন্যা ও নদীভাঙন কবলিত পরিবারের মাঝে গতকাল আমরা বিদ্যানন্দ ইউনিয়নে চারশত তিরিশ ও নাজিমখান ইউনিয়নে একশত তিরিশ এবং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে উনিশ শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি ত্রাণ সামগ্রী প্যাকেটে চাল,ডাল,আলু,তেল,চিনি,লবন ও স্যালাইন রয়েছে।
Leave a Reply