ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার নজরকাড়া পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে।
সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অত্যন্ত সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও এবং মতামত শেয়ার করতে দেখা যায় তাকে।
রোববার (৬ অক্টোবর) রাতে, তমা তার ফেসবুক আইডিতে একটি স্টোরি শেয়ার করেন, যেখানে ক্যাপশনে তিনি লেখেন, “যে চিটার, সে সবসময়ই চিটার।”
এসময় তিনটি বিষয় উল্লেখ করে তমা বলেন, “একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটা হবে তোমার ভুল।”
এ বিষয়ে মজার ছলে তিনি বলেন, “মারো কাছা, দাও দৌঁড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।”
এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই তার পুরোনো সম্পর্কের কথাও উল্লেখ করছেন।
প্রসঙ্গত, সম্প্রতি তমা নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, রাফীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।
Leave a Reply