1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তেঁতুলিয়া থেকে টেকনাফ “মার্চ ফর হিউম্যানিটি” শুরু করলেন হানিফ বাংলাদেশী গণশুনানিতে তিস্তা পারের মানুষ: আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই তিস্তা নদী নিয়ে গনশুনানী শেষে রিজওয়ানা হাসান : ডিসেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ডাকাতির সময় এগিয়ে না আসায় এএসআইসহ তিন পুলিশ অবরুদ্ধ, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন ওসি হামজাকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের, আছেন সাকিব রৌমারীতে আওয়ামী লীগ নেতা মোগল গ্রেফতার কচুরিপানা: সমস্যা থেকে সম্পদ উলিপুরে রঙ্গিন ফুলকপিতে বাজিমাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শনে অতিরিক্ত সচিব মামুনুল আলম যুক্তরাষ্ট্র ছাড়াও আর কোন কোন দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয়?

কুড়িগ্রামের বন্যা কেন আমাদের নজরে আসেনা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি গত মাসে কুড়িগ্রামে ট্রেনিং এ গেছিলাম আর এমন সব জায়গা থেকে পারটিসিপেন্টস এসেছিল আর নিজে এমন এমন জায়গা ঘুরেছি অনেক ধারনা চেঞ্জ হয়ে গেছে।

দেখুন বন্যা হলেই কেন কুড়িগ্রামে নজর পড়েনা সেখানে আসব কিন্তু আমাকে আগে এটা বলেন তো যেকোন ক্লাইমেট ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার বা বাংলাদেশের এনভাইরন্মেন্টাল ভ্যাল্রানেবল জায়গা মানেই আমরা বলি কীসের কথা–সাতক্ষীরা, স্যামনগর, আশাসুনি, গাবুরা, নিল্ডুমুর, পাইকগাছা এসব।
এবং মূলত উপকুল এবং তার চেয়েও ভালো করে বললে সমুদ্রের সাথে এলাকা গুলো, কারন আমাদের মাথায় ড্রিল করে ঢুকানো হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ মানেই সী লেভেল রেইজ, আর কাজেই সমুদ্র যেখানে সেখানেই মানুষ বেশি ক্ষতিগ্রস্থ হবে।

ক্লাইমেট চেঞ্জ মানুষের / লাইভ্লিহুড এর কিভাবে ক্ষতি করে সেটা বুঝতে হলে একেকটা জায়গার এনভাইরন্মেন্ট ভাল্রানেবিলিটি( environmental Vulnerability) বুঝতে হবে যেটা পৃথিবীতে ক্লাইমেন্ট চেঞ্জ এর আগে থেকে বিদ্যমান।
ধরুন আপনার এলাকায় বন্যা হয়েছে এটা যদি ১ দিন থাকে এটা আপনাকে একভাবে হিট করবে, যে ফুটপাতে থাকে তাকে একভাবে, যার বাড়ি পাকা তাকে একভাবে, যে প্রতিদিন আয় করে তাকে একভাবে আবার যার ঘরে একমাস এর টাকা জমানো তাকে একভাবে,
আবার বন্যাটা যদি ১ সপ্তাহ থাকে তাহলে এই প্রতিটা গ্রুপ কে ভিন্ন ভাবে আঘাত/হিট/ ক্ষতি করবে।

বন্যা/ খরা/ সাইক্লোন এগুলো হচ্ছে একেকটা ঝুঁকি (hazard) যেগুলো অনেক আগে থেকে আছে, (Before Climate change) এবং এরকম ঝুঁকি গুলো যখন বিপদে( disaster) এ রুপ নেয় তখন একেকটা এলাকায় ভিন্ন ধরনের মানুষকে ভিন্নভাবে হিট করে এবং জলবায়ু পরিবর্তনের ফলে এখন যেটা হয়েছে Disaster ( বিপদ) গুলো বার বার হচ্ছে।

এখন চলেন আপনাদের কিছু কুড়িগ্রাম এলাকার মানুষরা কত ভাবে এনভাইরন্মেন্টালি ভাল্রানেবল সেটা আগে বলি।

(আচ্ছা আমি যদি বলি কুড়িগ্রামে ১০০+ ছোট ছোট দ্বীপ আছে !!)
(1) কুড়িগ্রামে ব্রহ্মপুত্র এসে ডুকেছে ভারত থেকে আবার একই সাথে তিস্তা এসেছে এবং যে জায়গাটায় মিলেছে এর কাছাকাহি একটা জায়গার নাম একপাশে রৌমারি একপাশে চিলমারি আর এর মধ্যে আছে রাজিবপুর।
এই জায়গাটাতে এই দ্বীপ ( চর) গুলো। এবং এই ১০০+ চর একদম বিচ্ছিন্ন মূল ভুখন্ড এর সাথে।

(2) এই দ্বীপগুলোর একমাত্র বাহন নৌকা , আমি নিজে মোগলবাসা ইউনিয়ন এর একটা চর দেখলাম এবার এটার নাম চল কলাকাটা এটা ধরলা নদীর একটা চর। এই চরে যাবার জন্য যে নৌকাটা যেটাতে দুই মহিলাকে অন্তত ৪৫ মিনিট বসে থাকতে দেখেছি কারন নৌকা না ভরলে ছাড়বেনা।

(3) এই ১০০ দ্বিপে / চরের বেসিরভাগে একমাত্র স্কুল গুলো ক্লাস ৫ পর্যন্ত, বেশিরভাগই হাইস্কুলে পড়তে হলে শহরে যেতে হবে।

(4) বর্ষাকালে আপনে নৌকা দিয়ে চর থেকে মূল ভুখন্ডে যেতে পারবেন কিন্তু যখন পানি শুকায়ে যায় গরম বালির উপরে দিয়ে ২/২.৩০ ঘণ্টা হাটতে হবে আপনাকে কারন বালির উপরে কোন গাড়ি চলেনা, ( অল্প কিছু ঘোড়ার গাড়ি আছে যেগুলো মাল টানে)

(5) ফ্লাস ফ্লাড( flash Flood) উপকুলিয় অঞ্চলে হয় মূলত নদীগুলোর অতিরিক্ত জোয়ার-ভাতার প্রভাবে আর কখনো জলচ্ছাসে এবং পানি নেমে যায়, কিন্তু কুড়িগ্রাম এর ফ্লাস ফ্লাড এর মরফলজি কিন্তু ভিন্ন,
পানিটা থেকে যায়, বাড়ি গুলো দিনের পর দিন সাবমারজ থাকে। আর তার চেয়েও বড় কথা এই এলাকার ফ্লাড গুলোর সাথে থাকে নদী ভাঙ্গন।

(6) একটা চর এর গল্প শুনলাম নাম খোরদো বাশপাতারির চর। যেটা অনেক বছর আগে একদম পানির নিচে চলে গেছিল। এবং এই চর এর ৫০-৬০ পরিবার ভিন্ন যায়গায় চলে গেছে, ৫-৬ বছর পরে এই চর যেগে উঠেছে এবং পরিবার গুলো ফিরে এসেছে এবং কয়েক বছর পরে আবার পানির নিচে চলে গেছে।
উপকুলে কোন একদিন সমুদ্র উপরে উঠে আসবে এই ভয় আর এই কুড়িগ্রাম এ প্রতিনিয়ত চর গুলো ভাসা- ডোবা করছে।

(7) এখানে যেহেতু ক্লাস ৫ এর বেশি পড়ার সুযোগ কম। মেয়েদের বিয়ের বয়স ১৩-১৪-১৫।

(8) একটা বয়স্ক নারীর সাথে কথা হচ্ছিল। উনি একটা দ্বিপে থাকে, উনার আয়ের একমাত্র উৎস হচ্ছে গোবর কুড়ায়, শুঁকায় এবং বিক্রি করে , ডান। আর কোন সুযোগ নাই।

(9) কোদাল-কাটি নামে একটা দ্বীপ থেকে একজন এসেছিল ( ফরিদ ভাই) উনাদের ঐ দ্বিপে ১৭টা গ্রাম আছে, কোন হাসপাতাল নাই, কমিউনিটি ক্লিনিক আছে।

এরকম আরও আরও অনেক ধরনের পরিবেশগত ভ্যাল্রানেবল আছে যেটা অনেক আগে থেকে, এবং কিছু কিছু ব্যাপারে উপকুলের চেয়ে বেশি। আর ক্লাইমেট চেঞ্জের সাথে এই ভ্যাল্রানেবেলীটিগুলো আরও বেড়ে যায়,

এখন কথা হচ্ছে এগুলো আমাদের চোখে পড়েনা কেন, আমরা শুধু উপকুলের দিকে বন্যা হলে কেন এত উৎসাহী হই?

আমি একবার একটা সাতক্ষীরার গ্রামে গেছিলাম (প্রতাপনগর) এখানে একটা রেইন ওয়াটার প্রকল্পে ভিন্ন সব INGO & NGO এর লোগো দেখেছি।
এখন আমাদের সব প্রজেক্টগুলো, ফান্ড গুলো, ডিজাইন করা হয় সাউথকে কেন্দ্র করে, সাতক্ষীরা /শ্যামনগরের এডাপটেসান মডেল গ্লোবালি শোকেইস হয়, সব INGO গুলো ক্লাইমেট নিয়ে প্রজেক্ট /ফান্ড পেলেই ভাবে উপকুলের কোন জায়গায় যাবে? এবং বিদেশি গেস্ট আসলে, কপ এর লোকজন আসলে আমরা ঘুরতে নিয়ে যাই লবণাক্ত এলাকায় এবং এইযে বছরের পর বছর এই ন্যারেটিভগুলো এমনভাবে আমাদের মাথায় দেয়া হয়েছে যাতে আমরা ক্লাইমেট চেঞ্জ/ ক্লাইমেট ভ্যাল্রানেবল শুনলেই উপকুলের কথা মাথায় আসে।

ফলে বন্যা হলে বা মানুষগুলোর প্রতিবছর ডুবে গেলেও আমাদের চোখে আসবেনা কারন আপনে জানেনই না যে এখানে পুরো একটা গ্রাম ডুবে যায় পানির নিচে, এবং ১ রাতের মাথায় এয় ৬০ টা পরিবার কিভাবে সারভাইভ করে সেই স্টোরিটা লুক্রেটিভ লাগেনা, and sorry INGOs you dont have the full picture about Bangladeshi Climate Vulnerability layer/

আপনেই বলেন তো আমাদের যেকোন ক্লাইমেট রিসার্চ প্রজেক্টে, সেমিনার এ কখন উত্তরবঙ্গ বা হাওরের ক্লাইমেট এর গল্প শুনেছেন ?
আমরা তো সেরকমই হয়ে উঠি যেরকম আমাদের চিন্তা করতে শেখানো হয়।

ইনভাইরন্মেন্টাল_রোমান্টিসিজম:এত এত যে চর এর এইপাশ ওইপাস ভেসে যায় তারপরে কিভাবে নতুন চরে নিজেদের জায়গা খুঁজে পায় এটা ভেবেছেন কক্ষনো??
চরের ভেতরে যেকোন সরকারি স্থাপনা যেমন স্কুল, মসজিদ, ভূমি অফিস এগুলো হচ্ছে জিরো পয়েন্ট, এবং সেখান থেকে সবসময় হিসাব হয়, নতুন মাটি ভেসে উঠলে জিরো পয়েন্ট থেকে হিসেব করে নিজেদের জমি খুঁজে বের করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর

Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!