1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান,পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মোকাবিলায় শহরের রাস্তাঘাট বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে পুলিশ।

এ বিষয়ে পিটিআই জানায়, ইসলামাবাদের বিক্ষোভ একদিনের জন্য হলেও দেশের অন্যান্য অঞ্চলে দলটি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাহোরেও শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়।

এদিকে গত শুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীকে নেতৃত্বদানকারী দলটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে অপহরণ ও অবৈধভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। তবে এ দাবির সত্যতার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ সংঘর্ষে ৮০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পিটিআই’কে কোনো ধরনের জমায়েত না করার পরামর্শ দেয়া হলেও তারা তা নয়া মেনেই বিক্ষোভ সমাবেশ করেছে। গোয়েন্দা তথ্য রয়েছে তারা এসসিও সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করেছে।

তিনি সতর্ক করে বলেন, ‘ তারা যেন কোনোভাবেই আর কোনো সীমা লঙ্ঘন না করে। অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

এদিকে ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘ আমি আমাদের সব সমর্থকের ওপর অত্যন্ত গর্বিত। ‘

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!