অনলাইন ডেস্ক: বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ও ছাত্রাবাসের ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় মেডিকেল কলেজটির অধ্যক্ষ ডা. মো. নাজমুল আলম খানের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানা যায়।
মূলত ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে।
এ দিকে একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের সিদ্ধান্তের পাশাপাশি অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. মো. বদর উদ্দীন সদস্যসচিব করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে।
Leave a Reply