অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টে আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, কেরানীগঞ্জের রামেরকান্দায় একটি রেস্টুরেন্টে লাগা আগুনে দগ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। রেস্টুরেন্টে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
Leave a Reply