আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে 𝑴𝒐𝒗𝒆𝒎𝒆𝒏𝒕 𝒇𝒐𝒓 𝑷𝒖𝒏𝒄𝒕𝒖𝒂𝒍𝒊𝒕𝒚 প্রেজেন্টস এর “Be Punctual,Get Success” এই প্রতিপাদ্য নিয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৪ অক্টোবর ) সকাল ১০ টা থেকে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় মোট ১৩ জন বিজয়ী হয় ও লটারিতে ১০ জন বিজয়ী হয় এবং বিজয়ীদের কে পুরুষ্কার দেওয়া হয়।
উক্ত সেমিনারের মূল আলোচক হিসেবে আলোচনা করেন রোটা. অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন। আলোচনায় তিনি সবাইকে সময়নিষ্ঠা সম্পর্কে অবগত করেন এবং নিজেদের কে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার দিকনির্দেশনা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি নাহিদ হাসান প্রিন্স।
এছাড়াও আলোকবর্তিকা উপদেষ্টা প্রভাষক আইনুল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ বাবুল আক্তার, সহকারী অধ্যাপক মাসুদ আল করিম, প্রভাষক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আলক্তগীন সরকার খোকন, শিক্ষক লুৎফর রহমান, কোর ভলান্টিয়ার সোহেল রানা, বায়েজিদ বোস্তামী স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকবর্তিকা সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করেন আলোকবর্তিকা ভূরুঙ্গামারী ও মোটিভেট ভূরুঙ্গামারী।আয়োজনটি সফল করতে বিশেষ সহযোগিতা করেন আলপনা টেলিকম ভূরুঙ্গামারী
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণীর মাধ্যমে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply