অনলাইন ডেস্ক: গ্যাস অনুসন্ধানে দুই ধাপে ২০২৮ সালের মধ্যে ১৩৫টি কূপ খনন করবে সরকার। এর বড় একটি অংশ খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাকিটুকু হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে গ্যাস অনুসন্ধান সংক্রান্ত এক সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে এবং অফশোরে (সমুদ্রের মধ্যে) গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া জোরদার করা হবে। এটিকে আমরা তিন ভাগে ভাগ করেছি। সমুদ্রের মধ্যে গ্যাস অনুসন্ধানে টেন্ডার হয়ে গেছে, সম্প্রতি সেটার সময় বাড়ানো হয়েছে। এ সময় ডিসেম্বর মাসে শেষ হবে। এটিতে সাতটি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে।
Leave a Reply