এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ের উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা দুই কর্মকর্তার অপসারণের কুড়িগ্রামে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে দশ ঘটিকায় কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র ছাত্রী ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মসূচীতে উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণ চেয়ে বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতা খন্দকার আরিফ। বক্তব্যে তিনি বলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম যোগদানের পরে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ.কে মোস্তফা জামান লেলিন,শামসুজ্জামান সুজা,সুজন রহমানসহ আরও অনেকেই।
মানববন্ধন শেষে দুই কর্মকর্তার অপসারণ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা। অভিযুক্ত এই দুই কর্মকর্তা হলেন বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।
এ ছাড়াও তিস্তা রুটে রাজারহাট উপজেলার কাশেম বাজার নামক স্থানে ১০ ফিট প্রস্থের একটি ছোট্ট ব্রীজ বেহাল ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। দুর্ঘটনারোধে নিরাপদে রেল চলাচলে ব্রীজ টি পুনঃসংস্কারের দাবী জানালেও তিনি কর্ণপাত করেননি। নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল না করায় যাত্রীরা ট্রেনের বিকল্প বাহনে যাতায়াত করছে ফলে ট্রেনের সেবা দেওয়ার পরেও প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। এ ছাড়াও রেলের নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়মে জড়িত।
Leave a Reply