রিপন বারী,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক ও সহ-সমন্বয়ক একসাথে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল ৪ টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু।
পদত্যাগকৃত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের তালিকা-
১। আব্দুর রশিদ জিতু ২। রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ ৩। হাসিব জামান, ৪। জাহিদুল ইসলাম ইমন ৫। জাহিদুল ইসলাম ৬। ফাহমিদা ফাইজা ৭। রোকাইয়া জান্নাত ঝলক ৮। মিশু খাতুন ৯। রাফিদ হাসান রাজন ১০। হাসানুর রহমান সুমন ১১। আব্দুল হাই স্বপন ১২। নাসিম আল তারিক ১৩। ঐন্দ্রিলা মজুমদার, ১৪। জিয়া উদ্দিন আয়ান ১৫। তানজিম আহমেদ ১৬। জাহিদুল ইসলাম বাপ্পি ১৭। সাইদুল ইসলাম
Leave a Reply