আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাওডাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন শাখার উদ্যোগে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ বৃহস্পতিবার(৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোশারফ হোসেন লুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আয়নাল হকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,
জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাসা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুছা, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজার রহমান মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব মহব্বত আলী, নাওডাঙ্গা ইউনিয়ন লস্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব শফিকুল ইসলাম।
সভায় বক্তারা অস্তিত্বের সমস্ত ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে পাড়া- মহল্লায় সাধারণ মানুষের পাশে গিয়ে মত বিনিময় করার পরামর্শ দেন। শারদীয় দুর্গা পূজায় বিএনপি নেতা কর্মীদের তাদের পাশে থাকার নির্দেশনাও দেন। জনসভা শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যায় মনোমুগ্ধকর গান পরিবেশন করা হয়।
Leave a Reply