আন্তর্জাতিক ডেস্ক: রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত তিন ক্যাপ্টেনসহ ৮ জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
বুধবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আটজন সৈন্য নিহত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং এ হতাহতের ঘটনা ঘটে।
এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত ৫টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত ৮ সেনার নাম-পরিচয় জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে রয়েছেন-
ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার, এলি থেকে।
ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট, শোহাম থেকে।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট, কোহাভ ইয়ায়ির থেকে।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট, বেইত আরিয়েহ থেকে।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট, কিরিয়াত আত্তা থেকে।
স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, জেরুজালেম থেকে।
স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, নেস টজিওনার থেকে।
এর মধ্যে ইগোজ কমান্ডোর সদস্যরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন।
Leave a Reply