আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:
গ্রেড বৈষম্য নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ মানববন্ধন এবং সমাবেশের আয়োজন।
আজ বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী জিরো পয়েন্ট থেকে -উপজেলা পরিষদ মূলফটক পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলার সম্পাদক আমিনুল ইসলাম,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোলাম মর্তুজা বকুল, উজ্জল কুমার রোকনুজ্জামান রাসেল আব্দুর রহিম বাবু মোস্তাক আহমেদ মহসিন তামান্না রিয়াজুল ইসলাম রঞ্জু এবং মোকছেদা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন একই স্নাতক যোগ্যতার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ১০ম গ্রেডে চাকরি করে আসছেন। এক্ষেত্রে শিক্ষকদের বঞ্চিত করে তাদের ভিতকে দুর্বল করে দেওয়া। তারা অবিলম্বে সহকারী শিক্ষকদের দশম গ্রেট বাস্তবায়নে দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
Leave a Reply