কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিক সম্মেলনে মামলার প্রত্যাহারের দাবি জানান আসাদুজ্জামান হাবীব নামের এক ব্যক্তি।তিনি আদালতে চলামান মামলা প্রত্যাহারের আহবান রাখেন বাদী মো: নজির হোসেনের প্রতি। আজ মঙ্গলবার(১ অক্টোবর) সকাল এগারোটা ঘটিকায় উপজেলার বিদ্যানন্দ ইউপিস্থ নিজ ব্যবসায়ি প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন।
আসাদুজ্জামান হাবীব লিখিত বক্তব্যে বলেন,আমি নাজিম খান ইউনিয়নের রাঘব মৌজার ইউপি সদস্য নজির হোসেনের সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় তার নিকট হতে ছয় লক্ষ টাকা মাইক্রো ক্রয়ের জন্য ধার নেই।পরে এই টাকা ফিরত দিতে দেরী হলে আমাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।ভুক্তভোগী আসাদুজ্জামান জানান আমাকে টাকার জন্য চাপ দিলে আমি রাগে ক্ষোভে নজির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফেসবুক আইডি থেকে মিথ্যা অপ- প্রচার সহ তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করি,যেটা আমার নৈতিকতা বিরোধী কাজ বলে ভুল স্বীকার করছি।পরে তার ৬লক্ষ টাকা এক সঙ্গে ফিরত দিতে না পারায় আমার নামে অগ্রণী ব্যাংক রাজারহাট শাখার একটি চেকের পাতা দেই।নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় বাদী হয়ে ২০২০ সালে কুড়িগ্রাম জেলা সহকারী দায়রা জজের আদালতে মামলা করেন নজির হোসেন।যাহার মামলা নং ২৬৪/২০।
এই মামলা দীর্ঘদিন আদালতে চলার পরে দুই বছর আগে আমার বিরুদ্ধে রায় হয়।বর্তমানে আমি অসহায় ও নিরুপায় হয়ে সাংবাদিক সম্মেলন করে নজির হোসেনের দায়ের করা মামলাটি প্রত্যাহারে দাবী জানাচ্ছি।আশা করি নজির হোসেন আমার খারাপ সময়ের কথা চিন্তা করে মানবিক হয়ে আগামী ধার্য্য তারিখে মামলাটি নিষ্পত্তি করতে স্বশরীরে আদালত উপস্থিত হয়ে মামলাটি হতে আমাকে দায়মুক্তি দিবেন।
Leave a Reply