1. editor1@kurigramsongbad.com : editor1 :
  2. siteaccess@pixelsuggest.com : siteaccess :
সাম্প্রতিক :
ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন সাকিব ফুলবাড়ীতে অবিরাম বর্ষনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি সীমান্ত হত্যা বন্ধ ও নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাবিতে মশাল মিছিল কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু তিস্তা নদীর ভাঙ্গনকবলিত এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ ব্রহ্মপুত্রের প্রবাহে কোদালকাটির শংকর মাধবপুর পূর্ব বিলপাড়ায় বিপর্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কমপক্ষে ৫০ শিক্ষকের ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা অনলাইনেও শিক্ষার্থীদের অভিযোগ নিবে বাকৃবি তদন্ত কমিশন রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার

বিপ্লবের শাস্তি দিতেই দেশে কৃত্রিম বন্যা: ঢাবি শিবির সভাপতি

  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাবি প্রতিনিধি: একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম। তার ভাষ্য, ‘এর উদ্দেশ্য একটাই বাংলাদেশের মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া।’

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ফ্যাসিবাদ-উত্তর সময়ে রাষ্ট্রের ওপর যেন আছড়ে পড়ছে একের পর এক চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে ইনকিলাবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বিপ্লবীরা প্রতারণা করেছে কিনা এমন সওয়ালের দুঃসাহসও দেখাচ্ছে পরাজিত শক্তি। অন্যদিকে আমাদের কলোনিয়াল মাস্টার হতে চাওয়া শক্তি পানিসন্ত্রাসে লিপ্ত হয়েছে।

একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মনে করেন সাদিক কায়েম।
তিনি বলেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। উদ্দেশ্য একটাই- মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া আর তাদের বোঝানো যে ফ্যাসিবাদেই তারা ভালো ছিল।
বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। সহস্র শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যেই ইমারত আমরা স্থাপন করেছি, তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দিবো না, ইনশাআল্লাহ।

সাদিক কায়েম লিখেন, সামষ্টিক নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে ইতোপূর্বে আমরা দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এবারও দেশের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবো আমরা, ঐক্যবদ্ধ জাতীয় চেতনার প্রেরণায়। কোন ফেতনা-ফাসাদ সৃষ্টি করে আমাদেরকে বোঝানো যাবে না ফ্যাসিবাদেই ভাল ছিলাম। আমরা যেকোন মূল্যে আজাদী চেয়েছি, যেকোন মূল্যে আজাদী হেফাজত করবো। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কিংবা পানির তোড়ে ভাসিয়ে দিয়ে আমাদেরকে পতিত ফ্যাসিস্টদের প্রতি সহানুভূতিশীল করে তোলা যাবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest