স্পোর্টস ডেস্ক: সব শঙ্কা কাটিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ১৬ অক্টোবর সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রোটিয়াদের।
এরপর আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা।
Leave a Reply