নাগেশ্বরীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নাগেশ্বরী মহিলা ডিগ্ৰী কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী স্পোর্টস একাডেমী এ ম্যাচের আয়োজন করে। এতে স্বাগতিক হিসেবে নাগেশ্বরী স্পোর্টস একাডেমী ও লালমনিরহাটের বড়বাড়ি কলেজপাড়া ফুটবল একাডেমী অংশ নেয়। দীর্ঘ ৪০ মিনিট ধরে খেলা চললেও গোল শূন্য ড্র হয়।
উত্তেজনাকর এ ম্যাচ দেখতে শত শত দর্শনার্থীর ঢল নামে। পরে পুরষ্কার বিতরণি সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাদশা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিব্বির আহমেদ। পরে উভয় দলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply