1. editor1@kurigramsongbad.com : editor1 :
  2. siteaccess@pixelsuggest.com : siteaccess :
সাম্প্রতিক :
ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন সাকিব ফুলবাড়ীতে অবিরাম বর্ষনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি সীমান্ত হত্যা বন্ধ ও নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাবিতে মশাল মিছিল কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু তিস্তা নদীর ভাঙ্গনকবলিত এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ ব্রহ্মপুত্রের প্রবাহে কোদালকাটির শংকর মাধবপুর পূর্ব বিলপাড়ায় বিপর্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কমপক্ষে ৫০ শিক্ষকের ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা অনলাইনেও শিক্ষার্থীদের অভিযোগ নিবে বাকৃবি তদন্ত কমিশন রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার

রাজারহাটে তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত,পানিবন্দি পরিবারের মাঝে প্রশাসনের শুকনো খাবার বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি: 

কুড়িগ্রামে হুহু করে বাড়ছে তিস্তার পানি। বৃদ্ধি পানিতে তিস্তা অববাহিকায় রাজারহাট উপজেলার উত্তর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। বন্যার পানিবন্দি হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যানন্দ ইউনিয়নের আলমগীর হোসেন, নিশির নিরাপদ স্থানে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এতে বন্যার পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়িসহ ধান,মরিচ ও বাদামের ফসলি জমি।বাড়িতে হচ্ছেনা রান্না, ভরসা শুকনো খাবারে।বন্যার কবলে পড়ছে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁর বড়দরগা,গতিয়াশম,বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি,কালীর মেলা,মৌলভি পাড়া,গাবুর হেলা, তীরবর্তী ও চরাঞ্চলের পরিবারগুলো।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম দুপুরে খিতাব খাঁ মৌজায় ৪ শত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। শুকনো খাবার প্রতি প্যাকেটে রয়েছে, চিড়ামুড়ি,বিস্কুট,খাবার স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও গ্যাসলাইট।বিতরণকালে তিনি বলেন পানিবন্দি পরিবারের জন্য দুই মেট্রিকটন(জিআর) চাল বরাদ্দ রয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,উপজেলা বিআরডিপি কর্মকর্তা উজ্জ্বল কুমার,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আরিফুল হক,ঘড়িয়াল ডাঙ্গা ইউপি সদস্য,সাদেকুল ইসলাম,মামুনুর রশীদ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest