1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বিমা ও পেনশনের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের আওরঙ্গজেব: ৩০০ বছর পরেও ভারতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে এক মোগল সম্রাট ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেফতার কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা: নিহত অন্তত ২৬, আরও বাড়তে পারে প্রাণহানি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক কুড়িগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু ইনসাফ যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তবুও ইনসাফ প্রতিষ্ঠা করো: ব্যারিস্টার ফুয়াদ ভূরুঙ্গামারীতে জমি বিরোধের জেরে ৪ বিঘা ধানখেতে বিষ প্রয়োগ, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ গ্রীন ভয়েস নাগেশ্বরী শাখার প্রাণবন্ত আয়োজনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও টি-শার্ট বিতরণ রৌমারীতে রাস্তার উন্নয়নকাজ এক বছর ধরে বন্ধ, চরম দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহাবিপদ ডেকে আনবে: তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন এদেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একই ভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার পাবে, সেদিন আমাদের ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহিদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আত্মত্যাগ সফলতা লাভ করবে।

শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে রোডম্যাপ ঠিক করার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে যে নিরাপত্তা প্রত্যাশা করে, শিক্ষার নিরাপত্তা, কৃষকের অধিকার পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আন্দোলন করেছে সংগ্রাম করেছি এখন আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অর্ন্তর্বতীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। তবেই সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। মূল দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এ সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহা বিপদ ডেকে আনবে। তাই এদের অপসারণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি’র জাতীয় কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি’র জাতীয় কমিটির সহ-তথ্য ও গোবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!