আন্তর্জাতিক ডেস্ক: অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চীনের মধ্যকার বিতর্ক বহু পুরনো। এবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি পর্বত শৃঙ্গের নামকরণ করা হয়েছে যষ্ঠ দালাই লামার নামে। ২০ হাজার ৯৪২ ফুট উচ্চতার এই শৃঙ্গে প্রথমবার আরোহণ করেছেন নিমাস বা ন্যাশনাল ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের পর্বতারোহীরা।
ওই পর্বতারোহীদলের নামকরণকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার। এ নিয়ে চীনের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। এর জেরে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান প্রতিক্রিয়া বলেছেন, ‘জাংনান (অরুণাচল) চীনেরই অংশ। ’
তবে ভারতের দাবি, নিজের এলাকা হিসেবে দাবি করে চীন অরুণাচল প্রদেশের নামকরণ করেছে জাংনান।
Leave a Reply