আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচনে শিগেরু ইশিবা জয়লাভ করেছেন।
২১৫ ভোট পেয়ে পঞ্চমবারের মতো এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৭ বছর বয়সী এই আইনপ্রণেতা। নির্বাচনে ১৯৪ ভোট পাওয়া তার নারী প্রতিদ্বন্দ্বী সানায়ে তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।
জাপানে পার্লামেন্টের উভয় কক্ষে এলডিপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলের নতুন প্রধান হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার নির্বাচিত হওয়া একপ্রকার নিশ্চিত। প্রধানমন্ত্রী হলে তিনি ক্ষমতাসীন ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন, যার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
Leave a Reply