আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রোগীকে শার্টের কলার চেপে ধরে সজোরে ধাক্কা মারার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠে স্বাস্থ্য কমপ্লেক্স।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়ায় আক্রান্ত ইসরাইল হোসেন নামের একজন রোগী আন্তঃ বিভাগের অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত বিছানার স্থান পরিস্কারের বিষয়ে ওই বিভাগে রাউন্ড দিতে আসা চিকিৎসকের কাছে দাবি জানালে কর্তব্যরত চিকিৎসক বায়োজিদ হাসান বাঁধনের সাথে বাদানুবাদের এক পর্যায়ে চিকিৎসক এ কান্ড ঘটান।এ নিয়ে ভুক্তভোগী রোগীর স্বজনরা, বিক্ষোভ শেষে ওই চিকিৎসককে বরখাস্ত ও শাস্তির দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক, সিভিল সার্জন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছে।
রোগী ইসরাইল হোসেন জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃ বিভাগে ভর্তি হন তিনি । তার বিছানা নম্বর-৩, আজ (শুক্রবার) সকালে একজন রোগী ভর্তি হয়ে তার বিছানার পাশের বিছানায় অবস্থান করেন। এক পর্যায়ে তিনি বিছানায় পায়খানা করলে পুরো ওয়ার্ডে গন্ধ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে ওই চিকিৎসক রাউন্ড দিতে আসলে পরক্ষনেই ঝাড়ুদার এসে বারান্দা ঝাঁট দিতে থাকেন। ভুক্তভোগী রোগী দুর্গন্ধের বিষয়ে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে আগে পাশের বিছানা বিছানা পরিস্কারের আবেদন জানালে তার কথায় উষ্মা প্রকাশ করে বলেন চিকিৎস।তিনি বলেন তুমি যা বলবে তাই শুনতে হবে। উত্তরের রোগী বলেন, তাহলে আপনাকে বলে লাভ কি। আপনিও মনে হয় কোটায় নিয়োগ পেয়েছেন। এই কথা শোনা মাত্র চিকিৎসক রাগান্বিত হয়ে ওই রোগীর শার্টের কলার চেপে ধরে জোরে ধাক্কা মারেন। নার্সকে দিয়ে দ্রুত তার ভর্তি ফাইল নিয়ে এসে সঙ্গে সঙ্গে তার ভর্তি বাতিল করেন। এক পর্যায়ে তাকে হাসপাতাল থেকে বের হতে ধমক দেন। এ খবর রোগীর স্বজনরা জানতে পেরে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসকের অপসারণ এবং বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। অবস্থা বেগতিক দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
পরিস্থিতি সামাল দিতে আসা ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি শান্ত করি। এরপর ওই রোগী এবং চিকিৎসকের জবানবন্দি গ্রহণ করেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউ এইচ অ্যান্ড এফ পি ও) ডা. সুমন কান্তি সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংগঠিত ঘটনা ও রোগীর অভিযোগের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন তিনি ঘটনা জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply