স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে এই সিরিজে সাকিবের খেলা নির্ভর করছে তার নিরাপত্তার ওপর। রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার ওপর ক্ষিপ্ত। এমতাবস্থায় সাকিব নিরাপত্তা চেয়েছেন। যদি সাকিব খেলা শেষে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা পান, তবেই খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ; তা না হলে কানপুর টেস্টই তার শেষ টেস্ট হতে পারে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল, সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের পক্ষে সম্ভব নয়।
আদাবর থানায় করা গার্মেন্টসকর্মীর প্রাণহানীর মোকদ্দমায় সাকিব আসামী। এখনও অভিযোগ প্রমাণিত না হলেও তার নাম থাকা সাপেক্ষে দেশে আসলে হতে পারেন গ্রেফতার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে তিনি যদি দেশে ফেরেন, তাহলে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়।
Leave a Reply