অনলাইন ডেস্ক: হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হাতে পাওয়া গেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র (এনওসি)। আর একটি ধাপ বাকি। আর তা হলো, ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমতি পাওয়া। সেটাও মিলে গেলে বাংলাদেশের হয়ে খেলায় আর কোনো বাধা থাকবে না হামজার।
গত অগাস্টে বাংলাদেশি পাসপোর্ট হাতে পান হামজা। তখনই এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য এনওসি চেয়ে চিঠি দিয়েছিল বাফুফে। সেটা মিলে যাওয়ায় এবার বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির দারস্থ হয়েছে বাফুফে।
এই খবর গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। “ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে এ বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনো সমস্যা না থাকলে হামজা শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।” প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে।
পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া।
Leave a Reply