অনলাইন ডেস্ক: রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগামী তিনদিন ভ্রমণে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামীকাল বুধবার থেকে তিনদিন পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।
Leave a Reply