1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

পামস্যাক এর ১ম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে ছালিক-হাসান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ছাতক উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ছাতক ” এর এক বছর মেয়াদী (২৪-২৫) আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিবুর রহমান ছালিক এবং সাধারণ সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩য় বর্ষের শিক্ষার্থী হাসান আহমদ।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪ ) আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষনা দেওয়া হয় ।

আংশিক কমিটির অনান্য পদে মনোনীত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান (ঢাবি ) এবং মিজানুর রহমান ( চুয়েট ) , সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ মিয়া (শাবিপ্রবি), অর্থ সম্পাদক ফারহান জাকারিয়া (শাবিপ্রবি), দপ্তর সম্পাদক জাহিদ হাসান (শাবিপ্রবি), প্রচার সম্পাদক শাওন দেবনাথ (শাবিপ্রবি) এবং উপ-প্রচার সম্পাদক মোঃ আরিফুজ্জামান (বেরোবি)

নতুন কমিটির সভাপতি মাহিবুর রহমান ছালিক বলেন, প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন। শিল্পীনগরী ছাতক উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল শিক্ষার্থীদের এই সংগঠন আমার আবেগ ও ভালোবাসার নাম। অরাজনৈতিক এই সংগঠন যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য সবার দিকনির্দেশনা, সহযোগিতা, ভালোবাসা এবং দোয়া একান্তই কাম্য। আলোকিত ছাতক’র “সুরমার তীরে শিক্ষা ও সংস্কৃতির সুর, স্বপ্নময় তারুণ্যের অঙ্গীকার বহুদূর” এই স্লোগানে আমাদের প্রাণের সংগঠন ‘পামস্যাক’ অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমদ বলেন, PUMSAC শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এলাকার শিক্ষার্থীদের একটি সম্মিলিত প্রচেষ্টা। সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন উদ্যমে কাজ করতে প্রস্তুত। আমার দায়িত্ব হবে সংগঠনের সকল সদস্যদের একত্রিত করে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নেতৃত্ব প্রদান করা, যেখানে প্রতিটি সদস্যের মতামত ও পরামর্শকে মূল্য দেওয়া হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে আমার দায়িত্ব পালন করব এবং আমাদের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাব।
সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করি, যাতে আমরা একসাথে আমাদের সংগঠনের উদ্দেশ্য সফল করতে পারি।

পামস্যাক একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাতক উপজেলার সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন গঠিত। সংগঠনটি ছাতক উপজেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান, সেমিনার আয়োজন, বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিভিন্ন কুইজ ও বির্তক প্রতিযোগিতায় নানাবিধ শিক্ষা সহায়ক কার্যক্রম করার উদ্দেশ্যে পামস্যাক গঠিত হয়।

উল্লেখ্য , ছাতক উপজেলায় উচ্চ শিক্ষা বিস্তার এবং শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে ২০২৩ সালে পাবলিক বিশ্ববিদ্যালয় এন্ড মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ছাতক (পামস্যাক) গঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!