এনামুল হক,রাজারহাট প্রতিনিধি :
রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান সহ ১৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হান্নান হোসেন।
মামলার বিবরনে জানা গেছে, গত ২০১৩ সালে ৪মার্চ দুপুরে রাজারহাট বাজারে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারে প্রদর্শন করার সময় অস্ত্র -সস্ত্রে সর্জ্জিত হয়ে বিক্ষোভকারীরা বিসমিল্লাহ ক্লোথ স্টোর ও গার্মেন্টসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের মালিক হান্নান হোসেনকে মারপিট করে প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৭হাজার টাকাসহ ৩০লাখ টাকার কাপড় ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া টিভি, ফ্যান-লাইট, ১২টি টুল, ক্যাশ বাক্স ভেঙ্গে নষ্ট করিয়া রাস্তায় আগুন দিয়ে পুড়ে দেয়। যা ওই সময় আনুমানিক ১লাখ ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের মালিক হান্নান হোসেনকে আইনগক ব্যবস্থা নিলে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়ায় তিনি কোন মামলা দায়ের করেননি।
গত শুক্রবার(২০সেপ্টেম্বর) রাতে বিসমিল্লাহ ক্লোথ স্টোরের মালিক ও উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হান্নান হোসেন (৪৮) বাদী হয়ে হামলার হুকুমদাতা রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুনুর মোঃ আখতারুজ্জামান (৬৮)কে প্রধান অভিযুক্ত করে ১৫জনসহ অজ্ঞাত আরও ১৫জনের নামে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (৪০) পিতা-মৃত আছমত উল্লাহ, উভয় সাং গোবরধন দোলা, ৩। মোঃ আসাদ মিয়া (৫২) পিতা-মৃত ইসমাইল হোসেন বাদল, সাং চাকির পশার তালুক, ইউপিঃ চাকির পশার, ৪। মোঃ রফিকুল ইসলাম (৪৫) পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং ছাটমল্লিকবেগ (বোতলারপাড়), ৫। মোঃ এনামূল হক (৪৩) পিতা-মৃত নুরল হুদা, ৬। মোঃ মোশাররফ হোসেন (৪৪), ৭। মোঃ মোজাফফর হোসেন (৩৭) উভয় পিতা-মৃত বাদশা মিয়া, ৮। মোঃ রানা মিয়া (৪৮) পিতা-মৃত আব্দুস সামাদ সর্ব সাং মেকুরটারী, সকলের ইউপিঃ রাজারহাট, ৯। মোঃ রানা মিয়া (৪০) পিতা-মৃত আবুল কালাম, সাং গোবরধন দোলা, ১০। মোঃ রিপন মিয়া (৩৮) পিতা-মোঃ আব্দুল হাই, ১১। মোঃ ফারুক হোসেন (৪০) পিতা-মোঃ আবু মুসা সরদার, ১২। মোঃ মেহেদী হাসান (৩৫) পিতা-মোঃ আব্দুল মান্নান, সর্ব সাং চাকির পশার তালুক, ১৩। মোঃ আব্দুল সালাম (৪০) পিতা-মোঃ ওসমান আলী সাং খুলিয়াতারী, ১৪। মোঃ সোহেল মিয়া (৩৮) পিতা-মোঃ মোস্ত এই পেনাল কোড মিয়া, সাং অর্জুনমিশ্র, ১৫। মোঃ জহুরুল ইসলাম (৩৭) পিতা-মৃত ছোরমান মন্ডল সাং তালুক আষাঢ়, সকলের থানাঃ রাজারহাট, জেলাঃ কুড়িগ্রামগন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
হান্নান হোসেন ২০১৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজারহাট উপজেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
Leave a Reply