অনলাইন ডেস্ক: বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েলকে আহবায়ক ও এডভোকেট এসএম নুরে এরশাদ সিদ্দিকীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
গণঅধিকার পরিষদের (জিওপি) গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদকে ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে গঠন করা হয়েছে। ন্যায়বিচার, অধিকার ও মর্যাদা—এই তিনটি মূলনীতি নিয়ে সংগঠনটি কাজ করছে, যা আইন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং আইনজীবীদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত।
কমিটি ছয় মাস মেয়াদে অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে আইনজীবীদের অধিকার ও মর্যাদা সংরক্ষণে ভূমিকা পালন করবে।
কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা:
আহবায়ক: এড. গোলাম সরওয়ার খান জুয়েল সিনিয়র যুগ্ম আহবায়ক: এড. মো: খালিদ হোসেন (সুপ্রীমকোর্ট বার)
যুগ্ম আহবায়কবৃন্দ: এড. এরশাদুল বারী মামুন, ড. শোয়েব মাহমুদ, এড. আজগারুল ইসলাম রতন, এড. মো: খাদেমুল ইসলাম, এড. তৌফিক শাহরিয়ার খান, ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফ, ব্যারিস্টার মাজহারুল ইসলাম, ব্যারিস্টার ইব্রাহিম খলিল, এড. মো: আলমগীর হোসেন, এড. মো: পারভেজ, এড. মো: মমিনুল ইসলাম।
সদস্য সচিব: এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: এড. শেখ শওকত হোসেন
যুগ্ম সদস্য সচিববৃন্দ: এড. হাবিবুর রহমান, এড. সাজেদুল ইসলাম রুবেল, এড. আমিনুল ইসলাম তপু, এড. আহম্মদ ইয়ামিন সিরাজী, এড. সোহেল রানা, এড. আরিফুল ইসলাম তায়েফ, এড. মাহমুূদ হাসান জুয়েল, এড. মাকসুদুর রহমান।
সংগঠনটি দেশের বিচার ব্যবস্থার পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন গঠিত এই আহবায়ক কমিটি আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও তাদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply