বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে পদোন্নতি প্রাপ্ত ৮ কর্মকর্তার বেতন স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রোববার (২২ সেপ্টেম্বর) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট, ২০২৪ বেতন বিলে স্বাক্ষর করা হলেও ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে পদোন্নতি প্রাপ্ত ৮ জন কর্মকর্তার বেতন-ভাতা স্থগিত করা হয়েছে।
চলতি বছরের ২৯ জুন তারিখে অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নিষেধাজ্ঞা অমান্য করে ৯ জন কর্মকর্তার পদোন্নতির অনুমোদন করেন সাবেক উপাচার্য । উক্ত ৯ জনের মধ্য হতে ৮ জনের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে।
বেতন ভাতা স্থগিত হওয়া ৮ কর্মকর্তা হলেন, সংস্থাপন শাখার ড. জিয়াউল হক, মোস্তাফিজার রহমান মন্ডল, কাউন্সিল শাখার ময়নুল আযাদ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ফিরোজুল ইসলাম, জনসংযোগ দপ্তরের মোহাম্মদ আলী, পবিহন পুলের তাপস কুমার গোস্বামী, সিডিটি’র এসএম আব্দুর রহিম ও উপাচার্য দপ্তরের খায়রুল ইসলাম।
ইউজিসি এর নির্দেশনা অনুযায়ী, “প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাব এবং লাইব্রেরি এই চার দপ্তরে ৪র্থ গ্রেডভুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের পদ থাকবে। এই পদসমূহে ইউজিসি’র অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে, পদোন্নতি/আপগ্রেডেশন/পর্যায়োন্নয়ন দেয়া যাবে না।”
প্রসঙ্গত, গত ৩০ মে ইউজিসি ৬ষ্ঠ দফা চিঠি উপেক্ষা করে গত ৩১ মে ২০২৪ অতিরিক্ত রেজিস্ট্রার ও সমমানের পদে আপগ্রেডেশনের মাধ্যমে পদোন্নতি দেয়ার জন্য একটি ত্রুটিপূর্ণ বাছাইবোর্ড গঠন করেছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ম গ্রেডের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম ছিলেন ৪র্থ গ্রেডের কর্মকতাদের পদোন্নতি বোর্ডের বিশেষজ্ঞ সদস্য, আবার সাবেক ট্রেজারার ড. মজিব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ট্রেজারার হিসেবে একইসাথে ২টি স্বাক্ষর করেছেন।
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, কয়েকটি বিষয়ে অবগত হয়ে ‘ আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আইন উপদেষ্টার লিখিত পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবো।”
Leave a Reply