রিপন বারী,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল ধরনের ছাত্র- শিক্ষক ও কর্মচারী রাজনীতি বন্ধের লক্ষ্যে উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর সকল সাধারণ শিক্ষার্থী একটি মিছিল বের করেন।
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে উপাচার্যের বাস ভবনে গিয়ে শেষ হয়। এরপর তারা উপাচার্যের কাছে সকল রাজনীতি বন্ধের এক দফা দাবি জানান এবং লিখিত অভিযোগ দেন।
এসময় উপাচার্য জানান, আমি উপাচার্য নিয়োগ পাওয়ার পর প্রক্টোরিয়াল বডি, প্রশাসন কেউ ছিল না। দুইদিন হলো আমরা সব পেয়েছি। কিন্তু গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা উদ্বিগ্ন। যদিও তার নামে অনেক অভিযোগ রয়েছে কিন্তু আমরা তার বিচার করতে পারি না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তৎক্ষনাৎ ভিডিও ফুটেজ দেখে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন এবং বলেন আমরা একটি সিন্ডিকেট মিটিং এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতি বন্ধে বিষয়ে সিধান্ত নিবো।
Leave a Reply