আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি: অপহরণ নয়, প্রেমের সম্পর্ককে স্বীকৃতি দিতে স্বেচ্ছায় প্রেমিকের সাথে ঘর ছেড়েছে হিন্দুধর্মাবলম্বী কিশোরী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিন্ন ধর্মাবলম্বী এক স্কুল শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর (১৭) সাথে ৩৫ বছর বয়সী এক মুসলিম যুবকের অসম প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘোষণা দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মেয়েটির বাবার অপহরণের মামলায় দুই জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সেখানে মেয়েটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে জানায়,প্রেমের সম্পর্ককে স্বীকৃতি দিতে স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে কেউ অপহরণ করেনি।এরপর বিজ্ঞ আদালত কিশোরীকে রাজশাহী শিশু সংশোধনাগারে ও প্রেমিক আলিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, মেয়েটির বাবার করা অপহরণের মামলায় বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে হাজির করেন। দুপুরে আদালত কিশোরীর জবানবন্দি গ্রহন করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, জবানবন্দিতে ভিকটিম কিশোরী বলেন, “তাকে অপহরণের বিষয়টি সত্য নয়, যুবক আলিনুরের সাথে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক। এ কারনে তার পরিবার আলিনুরকে ফাঁসাতে বিভিন্ন ষড়যন্ত্র করে। এমনকি তাকে মেরে এলাকা ছাড়া করারও পরিকল্পনা করা হয়। এ কারনে প্রেমিককে পরিবারের লোকজনের হাত থেকে বাঁচাতে তার সাথে স্বেচ্ছায় পালিয়ে যায়। সে আরও জানায়, ইতোমধ্যে কুড়িগ্রাম নোটারী পাবলিকে এভিডেভিড করে ইসলাম ধর্ম গ্রহন করেছে এবং ইমাম সাহেবের মাধ্যমে ইসলামি শরিয়া মোতাবেক আলিপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ওসি আরও জানান, যেহেতু ভিকটিমের বয়স কম সেহেতু বিজ্ঞ আদালত তাকে তার পিতার জিম্মায় পাঠাতে চেয়েছেন। কিন্ত ভিকটিম পিতার জিম্মায় যেতে অস্বীকৃতি জানানোয় বিজ্ঞ আদালত তাকে রাজশাহী শিশু সংশোধনাগারে প্রেরণ এবং প্রেমিক আলিনুরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply