1. editor1@kurigramsongbad.com : editor1 :
  2. siteaccess@pixelsuggest.com : siteaccess :
সাম্প্রতিক :
ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন সাকিব ফুলবাড়ীতে অবিরাম বর্ষনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি সীমান্ত হত্যা বন্ধ ও নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাবিতে মশাল মিছিল কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু তিস্তা নদীর ভাঙ্গনকবলিত এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ ব্রহ্মপুত্রের প্রবাহে কোদালকাটির শংকর মাধবপুর পূর্ব বিলপাড়ায় বিপর্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কমপক্ষে ৫০ শিক্ষকের ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা অনলাইনেও শিক্ষার্থীদের অভিযোগ নিবে বাকৃবি তদন্ত কমিশন রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার

বেরোবি পরিসংখ্যান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মাফি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের খোকন ইসলাম।কমিটিতে বিভাগীয় প্রধানের পদাধিকার বলে সভাপতি নিযুক্ত হয় ড:মো: সিদ্দিকুর রহমান।

গতকাল বুধবার(১৮ সেপ্টেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এ এই নির্বাচন আয়োজন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু হওয়ার পথ মসৃণ হবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
মূলত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অস্থিতিশীল। জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের আভাস দেখা যায়।
এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থীর বহুল প্রত্যাশিত দাবি হিসেবে উঠে আসে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠন এবং ছাত্র সংসদ চালু করার।

বিভাগের সংশ্লিষ্টরা বলেন, “স্বাধীনতার এই নবযাত্রার প্রভাব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও দৃশ্যমান হয় এবং আমাদের ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রয়াসে সকলে কাজ করে চলেছে। কিন্তু ব্যক্তিবিশেষে সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং নেতৃত্ব দানের গুণাবলি অর্জন করে যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য ছাত্র সংসদ গঠন করা প্রয়োজন। এরই প্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগে সুষ্ঠু নেতৃত্ব চর্চায় অনুষ্ঠিত হয় ছাত্র সংসদ নির্বাচন যা BRUSAS হিসেবে আত্মপ্রকাশ করে।”

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনটি অনেক বেশি উৎসবমুখর ছিলো,অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী নির্বাচনটি স্বআগ্রহে উপভোগ করে।।

প্রার্থীরা বলেন, এই ছাত্র সংসদ বিভাগের শিক্ষার্থীদের অধিকার ও চাহিদা পূরনে সহায়তা করবে এবং সেই সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক তৈরীতে সহায়তা করবে। এই ছাত্র সংসদ গঠনের মূল উদ্দেশ্যে হলো ৫ আগষ্টের স্বাধীনতার চেতনা ধরে রাখা।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান,
সহ-সাংগঠনিক সম্পাদক সায়মাতুজজাহান মুন,
কোষাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (নুর),
প্রচার ও প্রকাশনা সম্পাদক তোহফাত তুরান খান,ক্রীড়া সম্পাদক মোঃ শাহিনুর রহমান, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ মারুফুজ্জামান জনি,ছাত্রী সম্পাদিকা মোছাঃ মিলু আক্তার, সাহিত্য, সাংস্কৃতিক ও সেমিনার সম্পাদক বহ্নিশিখা, সমাজ কল্যান ও আপ্যায়ন সম্পাদক মোঃ নাফিউর হাসান,
সদস্য হলেন, মোঃ নাইমুর রহমান (নিয়ন), রতন রায় সাগর,মোঃ মোস্তফা কামাল,মোঃ সাইদুল ইসলাম,মোঃ আশিক আলী,মোছাঃ সানজিদা খাতুন (আন্নি),আফিয়া আনতারা আনিকা,লামিয়াহ ইসলাম জান্নাত, মোছাঃ শারমিন আক্তার,ইসরাত জাহান ইমু।

নির্বাচন কমিশনার ফারজানা জান্নাত তসি বলেন, এই নির্বাচনের ফলে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। বিভাগের আগামীর কর্মকান্ডগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা থাকবে যাতে করে বিভাগ আরো সুন্দরভাবে পরিচালিত হবে। নির্বাচনে প্রায় ৯২% শিক্ষার্থীর অংশগ্রহণের ভিত্তিতে কমিটি গঠিত হয়।
সভাপতি ড:মো: সিদ্দিকুর রহমান বলেন,”গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিসংখ্যান সমিতি নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে উক্ত নির্বাচনে উপস্থিত (৯২%) শিক্ষার্থীদের (ভোটার) ধন্যবাদ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নবনির্বাচিত কমিটি আমাদের প্রাণপ্রিয় পরিসংখ্যান বিভাগকে শিক্ষা-গবেষণা ও সমৃদ্ধকরণে ব্যাপকভাবে উপকৃত করবে৷ পরিশেষে উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, সকল শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
প্রধান নির্বাচন কমিশন, ড. মো: শাহ্জামান তপু বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে ছাত্র-ছাত্রীরা যে ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল তাদের সেই মানসিক চাপ কমানোর জন্য পরিসংখ্যান বিভাগ -ক্লাস, পরীক্ষাসহ ছাত্র-সংসদ নির্বাচনের ব্যাবস্থা গ্রহণ করে। এর ধারাবাহিকতায় গত ১৮/৯/২৪ ইং তারিখ পরিসংখ্যান সমিতি নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচন সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪ টি পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৯২% ছাত্র ছাত্রীরা ভোট প্রদান করেন। নির্বাচনটি অত্যন্ত উৎসব মূখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ ১২ বছর পর পরিসংখ্যান বিভাগে অনুষ্ঠিত হয় এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটি মিলনমেলার ক্ষেত্র তৈরী হয়। নির্বাচনে জয়ী সকল প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে এ ধরনের গণতন্ত্র চর্চার মাধ্যমে নির্বাচনের প্রত্যাশা করছি।”

সহ সভাপতি মাহফুজুর রহমান মাফি বলেন,
বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তারই ধারাবাহিকতায় পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিলো একটি নতুন ডিপার্টমেন্ট গড়ে তোলা। সেই লক্ষ্যে আমাদের বিভাগের শিক্ষকরা একটি নির্বাচনের আয়োজন করে। উক্ত নির্বাচনে স্বতঃস্ফুতভাবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার জন্য বিভাগের সকল শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । আমরা আশা করি নির্বাচিত প্রতিনিধিরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক খোকন ইসলাম বলেন,
“আগামীর বাংলা কতটা সমৃদ্ধ, উন্নত, যুগোপযোগী ও জনতার হবে তা নির্ভর করছে আমাদের নেতৃত্বের গুণাবলি,দূরদর্শিতা,বাংলাদেশের ইতিহাস ও প্রেক্ষাপট জানা এবং সর্বোপরি দেশ ও মানুষের প্রতি ভালোবাসার উপর।”
তিনি আরো বলেন, “যে দলীয় রাজনীতির কারণে আবু সাইদ প্রাণ হারিয়েছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক সাইদ,তার ভার্সিটির ৭৫ একরে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদের সকল ধরনের দলীয় রাজনীতি বন্ধ করে নেতৃত্বের সুষ্ঠু চর্চা করতে প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে BRUSA নির্বাচন অনুষ্ঠিত হয়৷
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে এটুকুই বলবো – আমার গঠনমূলক সমালোচনা আপনারা সবসময়ই করবেন, যাতে আমি আমার কাজগুলো আরো বেশী যত্নসহকারে করতে পারি। আগামীর দিনগুলো সুন্দর ও জবাবদিহিতার হবে আর বিভাগের শিক্ষার্থীদের দাবীগুলো আমি তাদের পাশে নিয়ে পূরণ করতে চাই । সবার কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, এটি খুবই ভালো উদ্যোগ, এটি বিভাগে ছাত্র সংসদ নির্বাচন। আশা রাখি এরকম বাকি বিভাগগুলো সিদ্ধান্ত নিলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করার পথ মসৃণ হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest