নুর উয জামান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ও নিহত ৪ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ তার কার্যালয়ে প্রত্যেক পরিবারের হাতে জনপ্রতি ৮ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। গত ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার নারায়নপুর ইউনিয়নের অষ্টআশির চর এলাকায় গোসল করতে নেমে ব্রহ্মপুত্রের পানিতে ডুবে নিখোঁজ হয় ৪ শিশু। তারা ঐ গ্রামের আহাদ আলীর পুত্র আতিকুর রহমান (৭), আখি খাতুন (৯), আলম মিয়ার পুত্র জুয়েল রানা (৭), নারায়নপুরের বাগমারা গ্রামের নজরুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (৭)। সবাই নারায়নপুরের অষ্টআশির চরের ডাক্তার মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজের দিন অনেক খোঁজাখুজি করেও এলাকাবাসী তাদের উদ্ধার করতে পারেনি।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার তাদের সন্ধানে পানিতে নামে রংপুর ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি ডুবুরী দল। সকাল ৯ টার দিকে তারা ঘটনাস্থলের পাশ থেকে আতিকুর রহমান (৭) এর লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার ভাটিতে চিলমারী উপজেলার রানীগঞ্জ ফকিরের হাট নামক স্থান থেকে জুয়েল রানা (৭), কুজিয়ার চর থেকে নাজমুল ইসলাম (৭) এর লাশ উদ্ধার করা হয়। এরপর দিনব্যাপী চলে শিশু আখির লাশ উদ্ধারের চেষ্টা। বিকেল ৪ টা পর্যন্ত চেষ্টায় সফলতা না আসায় তারা অভিযান সমাপ্ত করে ফেরৎ চলে যান। চিলমারীতে আখির লাশ উদ্ধার হয় শুক্রবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে আরো সহযোগিতা করা হবে।
Leave a Reply