এনামুল হক,রাজারহাট প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজিম উদ্দীন খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে।
বার্ধ্যকজনিত কারণে গতকাল শুক্রবার(১৩সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি পৃথিবীতে স্ত্রী, ৪ ছেলে, ২মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী র।
আজ শনিবার (১৪সেপ্টেম্বর) সকাল ১০টায় পাঠানহাট ঈদগাহ মাঠে জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজার নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাজা নামাজ শেষে পাঠানহাট কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুজ্জামান সহ আরো বীর মুক্তিযোদ্ধাগণ। জানাজা নামাজ শেষে সকলেই তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply