ইয়াছিন আরাফাত,নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা কৃষকদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জেলা কৃষকদলের নেতারা।
আজ ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষকদল এর আহবায়ক মোঃ খলিলুর রহমান খলিল, যুগ্ম-আহবায়ক মুহিবুল হুদা রবিন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ১২ ই সেপ্টেম্বর ত্যাগী নেতা কর্মীকে বাদ দিয়ে সুযোগসন্ধানী, দলছুট, নেশাখোর ও সমাজের চিহ্নিত দুষ্কৃতিকারী ব্যক্তিদের দিয়ে কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই ঘোষিত কমিটি বাতিল করে বিগত দীর্ঘ আন্দোলনে সক্রিয়দের দিয়ে নতুন কমিটি গঠন করারও জোড় দাবী জানান বক্তারা।
Leave a Reply