অনলাইন ডেস্ক: নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে বিএনপি কোন চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি প্রশাসনসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরিতে আওয়ামী লীগের দোসররা কাজ করছে। বুধবার গুলশানে এসব কথা বলেন তিনি। এদিকে, আন্দোলনে নিহতদের স্মরণে রোববার ঢাকায় সমাবেশসহ ২ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি সময় দিয়ে সরকারকে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি না। আমরা চাইছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেউ কিন্তু চাইনা দেশটা বিশৃঙ্খলার দিকে যাক। কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না।’
Leave a Reply