অনলাইন ডেস্ক: প্রাথমিকের উপজেলা শিক্ষা কমিটি বাতিল করে নয় সদস্য বিশিষ্ট ‘এডহক’ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা মনোনীত নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২ জন, একজন পুরুষ ও একজন নারীকে সদস্য করে কমিটি গঠন করতে হবে।
Leave a Reply