1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে প্রসব বেদনা নিয়েও গণিত পরীক্ষায় অংশ নিলেন ববিতা, পরীক্ষা শেষে জন্ম দিলেন কন্যাসন্তান ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘন্টার আল্টিমেটাম ছাত্রদের ইবি ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি’র ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল ছাড়ার আশঙ্কা সুজনের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হলেন আব্দুল কুদ্দুস দেশে নতুন করে দরিদ্র হতে পারে ৩০ লাখ মানুষ: বিশ্বব্যাংক খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ, শিক্ষার্থী না থাকলেও চলছে সরকারি বই উত্তোলন ফুলবাড়ীর বালারহাটে চলাচলের অযোগ্য সড়ক: হাঁটু পানি আর কাঁদায় জনদুর্ভোগ চরমে চিলমারীতে ভূয়া সাংবাদিক সেজে ইয়াবা পাচার: সেনাবাহিনীর হাতে মোটরসাইকেলসহ আটক ১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:  হঠাৎ করেইে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মঈন আলী নিজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি, এমনটাই জানিয়েছে ডেইলি মেইল।

ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়, এমন কথা কথা উল্লেখ করে মঈন বলেছেন, ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। সময়টা এখন নতুন প্রজন্মের-যেটা আমার কাছে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। তাই আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। আমার অধ্যায়ের এখানেই ইতি।

২০১৪ সালে অভিষেক হওয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট খেলেছেন। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না।

১৩৮ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ৯২টি। বিদায় বলার সময় সব ফরম্যাট মিলে তার সংগ্রহে ছিল ৬ হাজার ৬৭৮ রান, ৮ সেঞ্চুরি, ২৮টি হাফসেঞ্চুরি এবং ৩৬৬ উইকেট। অবসর নিয়ে ফেলায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচটাই হয়ে থাকলো তার সর্বশেষ।

অবসরের ঘোষণা দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন মঈন। ভবিষ্যতে কোচিংকেও ক্যারিয়ার হিসেবে নেওয়ার ইচ্ছা তার।

এ বিষয়ে তিনি বলেন, এখনও কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা আছে। কারণ আমি খেলতে ভালোবাসি। তবে কোচিংটা অবশ্যই করতে চাই। এক্ষেত্রে অন্যতম সেরা হতে চাই আমি। ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করবো লোকজন যেন আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে মনে রাখে। আমি কিছু ভালো শটস খেলেছি আবার খারাপ শটসও। তার পরও মনে করি, লোকজন আমাকে দেখে উপভোগই করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!